এই সেশনগুলো শুধু ফেইসবুক এড এবং এনালাইটিক্স এর সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজের ইউনিক মেন্টরশিপ ভ্যালু এড করেনি বরং জরুরী বিভিন্ন ইনসাইটের উপর ফোকাস করে বিনম্রতা, নৈতিকতা, ধৈর্য্য, শেখার আগ্রহ এবং প্রয়োজনীয় স্কিল শেয়ার করার মত অতি প্রয়োজনীয় মানবিক বৈশিষ্ট্য অর্জনের জন্য অনুপ্রাণিত করেছে। তানভির রেজোয়ান ভাইকে অনেক ধন্যবাদ এ সব কিছু এবং কষ্ট করে বাড়তি সময় আর সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ ব্যাকগ্রাউন্ড টিমের সবাইকে। আশা করি এই সম্মিলিত জার্নি এখানে শেষ না হয়ে আরো পরিণত, লম্বা আর সফল হবে।