Learn Anything

Conference meet 2019

5 to 7 June 2019, Waterfront Hotel, London

Explore our expert

Spreneurs – স্মার্ট উদ্যোক্তাদের জন্য স্মার্ট ডিজিটাল সমাধান

বর্তমান ডিজিটাল দুনিয়ায় শুধু অনলাইন প্রেজেন্স থাকলেই হবে না—চাই ভিজিবিলিটি, কাস্টমার এনগেজমেন্ট, আর সেটার থেকে রেজাল্ট!
Spreneurs এসেছে সেই গ্যাপ পূরণ করতে—একটি পারফর্মেন্স-বেইজড, ROI-ফোকাসড ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে, যারা শুধুমাত্র সার্ভিস না, ক্লায়েন্টের বিজনেস ট্রান্সফর্মেশনে বিশ্বাস করে।

আমরা বিশ্বাস করি, প্রতিটি বিজনেসের নিজস্ব গল্প থাকে। সেই গল্পকে ডিজিটালভাবে ট্রান্সফর্ম করার জন্য দরকার হয় সঠিক পরিকল্পনা, স্ট্র্যাটেজিক কনটেন্ট, টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন আর অ্যানালিটিকস-ড্রিভেন অপ্টিমাইজেশন।

Spreneurs-এ আমরা বুঝি, ব্র্যান্ড বিল্ডিং মানে শুধু একটি সুন্দর লোগো নয়—এটা হল কাস্টমার মানসিকতায় জায়গা করে নেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়াই আমরা বাস্তবে রূপ দিই, একটি সিস্টেমেটিক ডিজিটাল স্ট্র্যাটেজির মাধ্যমে।

আমাদের গল্প – একটি মিশন, যা শুরু হয়েছিল উদ্যোক্তাদের জয়ের জন্য

Spreneurs-এর শুরু হয়েছিল কয়েকজন উদ্যমী মার্কেটারের হাত ধরে, যাদের চোখে স্বপ্ন ছিল—বাংলাদেশের SME এবং স্টার্টআপদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে তুলে আনার।

আমরা লক্ষ্য করলাম—অনেক ব্র্যান্ড ডিজিটাল হচ্ছে ঠিকই, কিন্তু তারা সঠিক গাইডলাইন, কনটেন্ট স্ট্র্যাটেজি, কিংবা রেজাল্ট-মেপে দেখা যায় এমন ফানেল মডেল পাচ্ছে না।
তাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও, তারা কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র অভিজ্ঞ সহায়তার অভাবে।

Spreneurs সেই সমস্যার সলিউশন হিসেবেই কাজ শুরু করে। আমরা প্রতিটি ক্লায়েন্টের জন্য নির্দিষ্ট কনসালটিং অ্যাপ্রোচ ও এক্সিকিউশন প্ল্যান নিয়ে কাজ করি, যেন তারা নিজেরা আত্মবিশ্বাসের সাথে স্কেল করতে পারে।

আমাদের উদ্দেশ্য একটাই—SME ও উদ্যোক্তাদের এমনভাবে সহায়তা করা যাতে তারা নিজের সেক্টরে এক নম্বর হয়ে উঠতে পারে।

আমাদের মডেল RAAS (Result As A Service

আমরা শুধু সার্ভিস বিক্রি করি না—আমরা দেই রেজাল্ট।কনটেন্ট → যেটা কনভার্ট করে
অ্যাডস → যেটা শুধু ক্লিক না, লিড আনে
ওয়েবসাইট → যেটা ব্র্যান্ড রেপ্রেজেন্টেশন + সেলস টুলRAAS মানে হচ্ছে এমন একটি কার্যকরী সিস্টেম যেখানে আপনার ইনভেস্টমেন্টের প্রতিটি টাকাই অ্যাকশন, এনগেজমেন্ট ও রিটার্নে কনভার্ট হয়।আমরা বিশ্বাস করি, ডিজিটাল মার্কেটিংকে শুধু সার্ভিস হিসেবে না দেখে একটা সলিউশন হিসেবে ব্যবহার করতে হয়। RAAS আমাদের সেই বিশ্বাসের মডেল। আমাদের কৌশল এমনভাবে তৈরি, যেন প্রতি মাসের পারফরম্যান্স ক্লায়েন্ট নিজেই মাপতে পারে।

আমাদের বিশ্বাস

আমাদের বিশ্বাস – র‍্যাঙ্ক নয়, রেজাল্টই আমাদের আসল লক্ষ্য
Spreneurs এ আমরা বিশ্বাস করি, “ডিজিটাল উপস্থিতি মানেই দৃশ্যমানতা নয়—এটা যেন হয়ে ওঠে ব্যবসার রেজাল্ট আনার মাধ্যম।”
আমরা অনুমানের উপর নির্ভর করি না। আমাদের সব ডিসিশন আসে ডেটা এবং অ্যানালিটিক্স থেকে। কারণ বিশ্বাসযোগ্যতা তৈরি হয় রেজাল্ট দিয়ে, গল্প দিয়ে নয়।

আমাদের কৌশল – ট্রাফিক → ট্রাস্ট → ট্রান্সফরমেশন

আমরা বিশ্বাস করি, কাস্টমার জার্নি হচ্ছে একটি সাইকেল—
১. Awareness
২. Consideration
৩. Conversion
৪. Retention

Spreneurs এই পুরো সাইকেলকেই হাতে ধরে পরিচালনা করে।
একটি ব্র্যান্ডের বিকাশ তখনই ঘটে যখন তারা প্রতিটি স্টেজে সঠিক কনটেন্ট, টাইমলি এনগেজমেন্ট এবং কাস্টমার সেন্ট্রিক সলিউশন দিতে পারে।

আমাদের ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে ইউজার বিহেভিয়র, মার্কেট ট্রেন্ড এবং ন্যাচারাল সেলস সাইকেল বিশ্লেষণ করে—যা প্রমাণযোগ্য রেজাল্ট তৈরি করে।

আমাদের দর্শন

Spreneurs মনে করে:

“ব্র্যান্ডের ডিজিটাল উপস্থিতি শুধু ‘দেখানোর’ নয়—এটা ‘ফলাফল আনার’ জন্য। আমরা এমন সিদ্ধান্তে বিশ্বাস করি, যেগুলো ডেটায় ভরসা করে এবং ফলাফলে মাপে।”

আমরা এমন সিদ্ধান্তে বিশ্বাসী যা ডেটা দ্বারা প্রমাণিত এবং ফলাফল দিয়ে পরিমাপ করা যায়।

কেন Spreneurs-ই হবে আপনার ডিজিটাল গ্রোথ পার্টনার?

Spreneurs-এ আপনি পাবেন এমন একটি টিম:

যারা শুধুই সার্ভিস দেয় না, রেজাল্ট ডেলিভার করে
যারা ডেটা-ড্রিভেন ডিসিশনে বিশ্বাসী
যারা আপনাকে ক্লায়েন্ট নয়, পার্টনার ভাবে
যাদের প্রতিটি অ্যাকশন এর পেছনে থাকে ROI ফোকাস
যারা প্রতিটি কাজকে দেখে ব্র্যান্ড গ্রোথের হাতিয়ার হিসেবে

আমরা তাদের জন্য, যারা চান

যারা ডিজিটালে স্কেল করতে চায়
- যারা সীমিত বাজেটে সর্বোচ্চ রিটার্ন পেতে চায়
- যারা একটি পারফর্মিং টিমের সাথে দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে চায়

যারা একটি পারফর্মিং টিমের সাথে দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে চায়

Spreneurs শুধুমাত্র একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নয়—

এটা এমন এক জায়গা, যেখান থেকে একজন স্মার্ট উদ্যোক্তা তার বিজনেসকে নিয়ে যেতে পারে এক নতুন উচ্চতায়—সঠিক ডিজিটাল স্ট্র্যাটেজি, নিখুঁত এক্সিকিউশন আর ফোকাসড রেজাল্ট-এর মাধ্যমে।

এখানে আপনি পাবেন এমন একটি টিম, যারা শুধু কাজ করে না, আপনাকে নিয়ে ভাবে—আপনার গ্রোথই আমাদের সাফল্য।

যা শুধু ওয়েবসাইট নয়, একটা সফল বিজনেস গড়ে তোলে